বাংলাদেশ থেকে আমারব্লগ ডট কমের বাংলা লায়ন, কিউবি নেটওয়ার্ক ব্যবহারকারী ব্লগারগন আমাকে জানিয়েছে যে তারা বাংলাদেশ থেকে আমারব্লগ একসেস করতে পারছে না। সেজন্য এই লেখাটি আমার ব্যক্তিগত ব্লগে ও দিলাম।
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সম্প্রতি লন্ডনের এটিএন বাংলা ইউকে’র অফিসে কতিপয় জামায়াত-বিএপি ক্যাডার কর্তৃক আক্রমিত হওয়ার কথা আপনারা ইতোমধ্যে সবাই জেনেছেন । শুধু তাই নয় উল্লেখিত ক্যাডারগনের মধ্যেই কেউ একজন এই আক্রমনের দৃশ্য ক্যামেরাবন্দীও করেছে বলে দেখা যাচ্ছে। এছাড়াও মন্ত্রী মহোদয়কে ডিফেইম করার উদ্দ্যেশে জামায়াত-বিএনপি উক্ত ছবিগুলো সামাজিক যোগাযযোগ মাধ্যমে রিলিজ দিয়েছে। কিন্তু আসল ছবি রিলিজ দেয়নি। ক্যাডারদের মুখ ব্লার করে দেওয়া হয়েছে যাতে তাদের চিহ্নিত করা না যায়। এ থেকেই বুঝা যায় এটি একটি পরিকল্পিত আক্রমন।
আমি আমার ফেইসবুকে ব্লার করা ছবিগুলো শেয়ার করে আহবান জানিয়েছিলাম যদি কেউ আক্রমনকারীদের চিনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমার আহবানে সাড়া দিয়ে কোন এক অজ্ঞাতনামা ব্যক্তি আমার সাথে যোগাযোগ করে আসল ছবি আমাকে দেওয়ার কথা জানায়।
পরবর্তীতে সে ই-মেইল করে এই ছবিটি পাঠায় যেখানে আক্রমকারীদের চিহ্নিত করা সম্ভব হতে পারে যদি ও মুখমন্ডল দেখা যাচ্ছে না।
৪টা বিষয় মেট পুলিশের খতিয়ে দেখা উচিত:
১. যেখানে হামলা হয়েছে মানে এটিএন বাংলা ইউকে” এর মালিকের স্ত্রীর রাজনৈতিক পরিচয় বের করা। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সে বর্তমান ইউকে বিএনপি’র’ নেত্রী?
২. কেনো একজন মন্ত্রীকে উপরের ডিরেক্টর রুমে বা মিটিং রুমে নিয়ে বসানো হলো না?
৩. হামলাকারীরা কিভাবে জানলো মন্ত্রী এটিএন বাংলার রিসিপশনে অল্প মানুষ নিয়ে অনিরাপদ অবস্থায় রয়েছেন?
৪. হামলাকারীদের একজনের নাম ইতিমধ্যেই কমিউনিটিতে ভাসছে…তার নাম সোহাগ… সেওতো বর্তমান ইউকে বিএনপি’র নেতাদের সাথের মানুষ… কেনো সে মরিয়া হয়ে এতো বড় ঝুকি নিলো?
আশা করি লন্ডন মেট পুলিশ অচিরেই এদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখিন করবে।
আমারব্লগ এর পক্ষ থেকে আমি সীমিত সাধ্যের মধ্যে এতটুকু এগোলাম। বাকিটা বাংলাদেশ হাই কমিশনের কাজ।
জয়তু ব্লগিং। জয়তু আমারব্লগ ডট কম।