পরিচিত অনেকেই জিজ্ঞেস করে, আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে? বিএনপি কি নির্বাচনে আসবে? না আসলে আওয়ামী লীগ কি একাই নির্বাচন করবে? রাজনৈতিক মহলে এগুলা কমন প্রশ্ন মুখে মুখে।
যেহেতু রাজনীতিতে আছি এবং নানা ধরনের লোকের সাথে কথা বার্তা হয় তাই আমি ব্যক্তিগত ভাবে কিছু এসেসমেন্ট করেছি। সেগুলা একটু বলি, পরে মিলাইয়া নিতে পারেন।
বিএনপি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসবে না। তাদের ধারণা নির্বাচনের দুই একদিন আগে দেশে সাধারণ মানুষের নামে বিশাল মুভমেন্ট হবে এবং নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে এমন কিছু। অথবা নির্বাচন হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও বেশিদিন ঠিকবে না। দ্বাদশ নির্বাচনে বিএনপি এসে জয়ী হয়ে যাবে। আমার ধারণা বিএনপি তাদের রাজনীতির কবর রচনা করতে যাচ্ছে। কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ছাড়াই সুন্দরভাবে হবে এবং আওয়ামী লীগ সরকার গঠন করে আরো ৫ বছর কাটিয়ে দিবে। বিএনপি যেখানে ভুল করছে সেটা হলো তাদের নেতা কর্মী এবং সাধারণ মানুষের কাছে ভুল প্রত্যাশা। এরা কোনদিন ও আর বিএনপি’র ডাকে কোন মুভমেন্টে যাবে না।
বিএনপি নির্বাচনে না আসার কারনে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টির কপাল খুলবে। এবার কিছুটা বেশি আসন ও পাবে এবং যথারীতি বিরোধিদলে থাকবে। এতে অনেক আওয়ামী লীগ এমপির কপাল পুড়তে পারে।
চামে চিকনে বামপন্থী কিছু লোক এমপি হয়ে যাওয়ার সুযোগ আছে।
বেশি কিছু আসনে আওয়ামী লীগ বনাম বিদ্রোহী আওয়ামী লীগ ব্যাপক প্রতিযোগিতা হবে এবং বিদ্রোহী আওয়ামী লীগ থেকে অনেক এমপি জয়ীও হবে।
বিএনপি নির্বাচন যাতে সুষ্ট না হয় কিছুটা চেষ্টা করবে তবে দিনশেষে ধুলায় অন্ধকার, কিছুই করতে পারবে না।
আপাতত এটুকুই আমার এসেসমেন্ট। বাকিটা পরে লিখবো।